জেলা প্রতনিধি : কুমিল্লার কাপ্তানবাজার গোমতী বেরিবাঁধ এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সহিদুল ইসলাম সবু নামের এক মাদককারবারি নিহত হয়েছে।
শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে জেলার সদর উপজেলার কাপ্তানবাজার গোমতী বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে।
অভিযানে অংশ নেওয়া র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, কুমিল্লার মাদককারবারিদের তালিকায় ২৭ নম্বরে থাকা সবুকে আটকের জন্য র্যাব অভিযান চালায় কাপ্তানবাজার গোমতী নদীর বেরিবাঁধ এলাকায়। মাদককারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ও ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে র্যাবও আত্মরক্ষায় ১০ রাউন্ড শর্ট গানের গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত সহিদুল ইসলাম সবুকে (৪৪) আটক করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত মাদককারবারি সহিদুল ইসলাম সবু (৪৪) সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একবালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র। ঘটনাস্থল থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার করা হয়েছে।
নিহত মাদককারবারি সবুর বিরুদ্ধে সদর-সদর দক্ষিণ থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
নিহত সবুর মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।