সমাধান ডেস্ক:
৮ নভেম্নবর বিকাল ৪ টায় ভৈরব দূর্জয়মোড় পল্লী শক্তি বার্তার কর্যালয়ে অনলাইন নিউজ পল্লী শক্তি বার্তা ও পি এস টিভির আয়োজনে কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ এর ভৈরব উপজেলা শাখা গঠনকল্পে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার এর উপস্থাপক,গবেষক,কবি ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে, কবি কলামিস্ট পল্লী শক্তি বার্তার নির্বাহী সম্পাদক সাদেক আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ৪ বার রাস্ট্রপতি পদক প্র্রাপ্ত কবি,গীতিকার, শুরকার,সংগঠনের সাধরণ সম্পাদক সৈয়দ নুরুল আওয়াল তারা মিঞা,সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক ও সাহিত্যিক শামছুল আলম সেলিম, কবি মনির মিয়া,পল্লী শক্তি বার্তার সম্পাদক -প্রকাশক মোঃছাবির উদ্দিন রাজু, হাজী আসমত কলেজের অধ্যাপক লেখক মোঃমোতাহার হোসেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এন কে সোহেল,যৌতুক বিরুধী সমাজ কর্মী জুম্মা খান নিয়াজী, বিশিষ্ট সাহিত্য কর্মী দেলোয়ার হোসেন সুজন,পল্লী শক্তি বার্তার বার্তা সম্পাদক মোঃহাবিবুর রহমান,সৌদি প্রবাসী প্রতিনিধি মোঃশাহজাহান,কবি জাসমিন খানম, সাংবাদিক জহিরুল ইসলাম, এডভোকেট কাজল দেবনাথ,নজরুল ইসলাম,আসাদুজ্জামান,আনুয়ার পারভেজ,লোকমান সরকার,আবুল কালাম ইলিয়াস,রাসেদ মনির,হেলাল উদ্দিন,মোঃ জসিম উদ্দিন,মোঃ সহিদ কাজী,সামিম আলম,অনুষ্ঠানে স্থানিয় ও আগত কবিগণ তাদের স্বরচিত লেখা পাঠ করেন। সংগঠনের শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানঠি সকলের কাছে উপভোগ্য হয়ে উঠে। সবশেষে সংগঠনের সভাপতি অধ্যাপক মোতাহের হোসেনকে আহাব্বায়ক ও ছাবির উদ্দিন রাজুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহাব্বায়ক কমিটি ঘোষণা করেন।