মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্ট : আজ সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় শহরের কালিবাড়ি মোড়ের ডিজিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন বাচ্চু কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ডিজিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার । পুলিশ সুত্র জানায়, সন্ধ্যায় শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম ও তার ছেলে ইমন ডিজিল্যাব হেলথ কেয়ারে ডাক্তার দেখাতে এসে হট্টগোল শুরু করে। এ হট্টগোলে ইমনের সাথে ১০-১৫ জন ছেলে অংশগ্রহণ করে। এ খবর পেয়ে আনোয়ার হোসেন বাচ্চু এসে এদের শান্ত করার চেষ্টা করলে ইমনসহ ১০-১৫ জন ছেলে ক্ষিপ্ত হয়ে বাচ্চুকে ডিজিল্যাবের ভেতর থেকে টেনে বাইরে নিয়ে যায় এবং তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আনোয়ার হোসেন বাচ্চুকে আহত অবস্থায় ডিজিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ভর্তি করে। এ খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত ঘটনাস্থল পরিদর্শন করেন।
Related Articles
ভোটের মর্যাদা রক্ষা করার কঠোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে আস্থা এবং বিশ্বাস নিয়ে জনগণ আমাকে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে; জনগণের সে মর্যাদা আমি রক্ষা করব। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও ভোটের মর্যাদা রক্ষা করব।’ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকেলে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এ সব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও বলেন, […]
স্বাধীনতার ৪৭ বছর পর মন্ত্রীশূন্য কিশোরগঞ্জ জেলা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদ্য গঠিত মন্ত্রিপরিষদে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসন থেকে জয়ী কোনো সাংসদের ঠাঁই হয়নি। এতে করে স্বাধীনতার ৪৭ বছর পর এবারই প্রথম কিশোরগঞ্জ মন্ত্রীশূন্য জেলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই নিয়ে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলাবাসীর ধারণা ছিল, এবারও কিশোরগঞ্জে একাধিক মন্ত্রী থাকছেন। শেষে কেউ না […]
ভৈরবে কবরস্থানের সামনে ভবঘুরেদের মাঝে খাবার বিতরন
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে পৌর কবরাস্থানের সামনে এক বেলা খাবার বা কিছু অর্থ পেতে প্রতিদিন অপেক্ষায় থাকে শত শত গরীব হতদরিদ্র ও ছিন্নমূল মানুষজন। আজ এমন ২৫০জন ছিন্নমুল ও ভবঘুরে লোকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে ” ভৈরবে মানুষ ফাউন্ডেশন ” নামে একটি সংগঠন। মানুষ মানুষের জন্য- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজে সুবিধা […]