অপরাধ

কিশোরগঞ্জের সরারচর থেকে টিকিট কালোবাজারি গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের সরারচর রেলওয়ে ষ্টেশন থেকে আন্তনগর ট্রেনের তিনটি টি টিকিট সহ ০২ জন টিকিট কালোবাজারিকে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এরা হলো কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধিন মীরেরগাঁও গ্রামের শামু মিয়ার ছেলে মোঃ আলাল মিয়া (৩০) ও নরসিংদী জেলার সদর থানাধিন গাবতলী গ্রামের মৃত কাজী মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৬০)।
র‌্যাব জানায়, আজ সোমবার সকাল দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান চৌধুরী’দের নেতৃত্বে একটি আভিযানিক দল সরারচর রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে ষ্টেশন এলাকা থেকে ট্রেনের টিকিট কালোবাজির করার সময় উপরোল্লেখিত দুজনতে তিনটি টিকিটসহ আটক করা হয়।
পরে আটককৃতদের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান চৌধুরী তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে এক নং আসামীকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং ২নং আসামীকে ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *