দেশজুড়ে

কিশোরগঞ্জের ভৈরবে সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটের উদ্ধােধন

মোঃ ছাবির উদ্দিন রাজু , ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বন্দরনগরী ভৈরবে সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটের উদ্ধােধন ও আলােচনাসভা অনুষ্ঠিত হয়েছে । রােববার দুপুর শহরের বঙ্গ বন্ধু স্মরণী রােডের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি সংলগ্ন সাইন ল্যাব ইনষ্টিটিউটের আনুষ্ঠানিক উদ্ধােধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রফিকুল ইসলাম মহিলা ( অনার্স ) কলেজের অধ্যক্ষ মােঃ শরীফ উদ্দিন আহম্মেদ । এ সময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন স্থানীয় পৌরসভার কাউন্সিলর মােঃ হাবিবুল্লাহ নিয়াজ, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহনেওয়াজ প্রধান, সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটর ব্যবস্থাপনা পরিচালক মােঃ সােহাগ মিয়া, প্রতিষ্ঠানের ফ্রি-ল্যান্সার সজিব আহমেদ, নিজে বলার মতাে একটা গল্প ফাউন্ডশনের ভৈরব উপজেলা শাখার এ্যাম্বাসাডের আজিজুল হক কাকন, রমীর রং প্রেইজের সনাক্তকারী ও দূর্জয় ভৈরবের উদ্যােক্তা ফােরামের মডারেটর শুভা খানম প্রমূখ । এ সময় বক্তারা বলেন, সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটের মাধ্যমে কম্পিউটারর যুবক-যুবতীরা ফ্রি-ল্যান্সার প্রশিক্ষণ নিয়ে নিজেকে আতনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে পারবে । বর্তমান বাংলাদেশে গার্মেটস খাতের পরই ২য় পর্যায়ে রয়েছে আইটি খাত । তাই বেকারত গােছাতে নতুন প্রজন্মকে এ খাতে আরাে আগ্রহী হয়ে উঠতে সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটে কাজ করে যাব । এছাড়া কম্পিউটার এক্সসরিজ, সার্ভিসিং সহ সব ধরনের যাবতীয় সেবা এখানে থেকে পাওয়া যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *