ভৈরবে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাঁশগাড়ীর নতুন কমিটি গঠন, এসএম সানাউল্লাহ সভাপতি, আরমান হোসেন সাধারণ সম্পাদক
মো: রফিকুল ইসলাম রুবেল :
বাঁশগাড়ীতে অধ্যয়নরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাঁশগাড়ী”এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সানাউল্লাহ । সাধারণ সম্পাদক হন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র শিক্ষার্থী আরমান হোসেন।
এ ছাড়া কমিটিতে সিনি:সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, সহ-সভাপতি : রহমত উল্লাহ, আবু তালহা,
যুগ্ম সাধারণ সম্পাদক : এম ফায়জুল্লাহ, লিজা আক্তার, পারভেজ,সাফির সারোয়ার , সাংগঠনিক সম্পাদক : মো:শাহ আলম
সহ-সাংগঠনিক সম্পাদক: আলিফ সরকার রিসান
প্রচার সম্পাদক : আরমান আহমেদ,
অর্থ সম্পাদক : তারিকুল ইসলাম,
ধর্ম বিষয়ক সম্পাদক : আব্দুর রহমান,
দপ্তর সম্পাদক : রিফাত,
ক্রীড়া সম্পাদক : বাইজিদ, শিক্ষাবিষয়ক সম্পাদক : রাকিব,
যোগাযোগ বিষয়ক সম্পাদক : নাজমুল হাসান সাইমন, আইন বিষয়ক সম্পাদক :কাউছার, সাহিত্য বিষয়ক সম্পাদক :কাজী ওসামা,
ছাত্রী বিষয়ক সম্পাদক : মিতালী আক্তার,
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক : মাহফুজ,
কার্যকরী সদস্য :রাকিব হাসান ও সৌরভ বিশ্বাস।
সভাপতি এস এম সানাউল্লাহ বলেন, কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাঁশগাড়ী” এর আজকের এ অবস্থানে আসার পেছনে সাবেক বড় ভাইদের অক্লান্ত পরিশ্রম আছে। তারা আমাকে ভরসা করে সংগঠনের দায়িত্ব দিয়েছেন। এ সংগঠন আমার কাছে পরম আবেগের একটি জায়গা, আমার ওপর অর্পিত পবিত্র এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। আমি আমার দায়িত্ব পালনে বাঁশগাড়ীর সব শিক্ষার্থীর সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। সেই সঙ্গে জন্মস্থানের প্রতি আমার দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে। বাঁশগাড়ীর সব শিক্ষার্থীকে সর্বোচ্চs সহযোগিতা করাই হবে আমার প্রধান লক্ষ্য। এই সংসদের নতুন কমিটির মাধ্যমে বাঁশগাড়ীর সব স্টুডেন্টের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি বাড়বে, সেই প্রত্যাশা করছি।
সাবেকদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি। এই ছাত্র সংসদ একটি পরিবার এবং প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমে “কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাঁশগাড়ী” আরও সমৃদ্ধি লাভ করবে এবং বাঁশগাড়ী সহ গোটা ভৈরবের সব স্বেচ্ছাসেবী সংগঠনের রোল মডেল হবে সেই প্রত্যাশা রইলো।