বিনোদন

কবিতা সমগ্র: ইলমুল জান্নাত পূর্ণিমা ও নাহার রহমান নুপুর

 

“বৃষ্টির বেলা”
ইলমুল জান্নাত পূর্ণিমা

হঠাৎ ঝুম ঝুম বৃষ্টি পরছে
আকাশটা যেন কেমন একটা করছে।
মাছে ঘাটে কত মানুষ আর মহিশ
কোথায় যাবে পাই না কেউ হদিশ।
বাহিরে থাকে না কেউ বজ্রপাতের ভয়ে
পরে যাই না তা যেন তাদের গায়ে
মেঘাচ্ছন্ন আকাশ দেখি আর বলি
কোথায় চলে গেল আকাশের তাঁরা গুলি।
ঘরে বসেই কত কিছু ভাবি
আর সবাইকে বলি ভিজতে যাবি ?
মেঘলা দিনে মেঘনা এই মন
ভিজতে চাই সারাক্ষণ।

কাব্যিক গান
নাহার রহমান নুপুর

আমি লিখি কবিতা
গাইতে ভালোবাসি গান
তুমি শুনবে যদি
বাতাসে পেতে রেখো কান।
ইচ্ছে পাখি ঘেড়াও যদি
করে তোমার প্রাণ
সে ইচ্ছে নিয়েই গানের মাঝে
আমার জানা কিংবা অজানাতে
সুর ধরে তুমি দিও তান
সুর্যোদয় থেকে সূর্যাস্তের
গোধুলী সন্ধ্যার স্লান
তোমায় খোঁজে খোঁজে প্রিয়
আমার চেহারা হয়েছে স্লান
জমে গেছে তোমার প্রতি
আমার অভিসারে অভিমান।
তুমি এসো ফিরে
সবাই তোমার জন্য
আছে দোয়ারে দাড়িয়ে।
জমে গেছে অভিসারে অভিমান
তুমি এসো কিন্তু এসে
করোনা আমার সন্ধান
আমি হয়ে গেছি কাব্যিক
তোমার অজানা অসুন্ধ্যান
তুমি আমার গানের তান
গানে মিষ্টি সুরের প্রাণ
জমে গেছে বেড়ে গেছে
কাব্যিক মন কবিতা লিখে
সে কবিতার সুর দিয়ে
গেয়ে গেছে গান
জমে গেছে প্রিয়
অভিসারে অভিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *