বিবিধ

ঐতিহ্যবাহী চিলোকূট দরবার শরীফের বর্তমান পীর সাহেবের ভৈরবে শুভ আগমন

মোঃ খোরশেদ আলম আলামিন:
আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ও
তরীকতের অন্যতম প্লাটফর্ম ঐতিহাসিক দরবার শরীফ চিলোকূট এর বর্তমান গদীনিশীল পীরে কামেল শাহসুফী শাহজাদা সৈয়দ মোহাম্মদ মনির হোসেন আল কাদরী সাহেব কিশোরগন্জ জেলা ভৈরব উপজেলায় বার্ষিক সফরে আসেন।
৩০ই নম্বেবর রোজ শনিবার বেলা ১২টায় তিনি ভৈরব বাসট্যান্ড শুভ আগমন করেন।
এই সময় ভৈরবের শত শত ভক্ত মুরিদান হুজুর কে ফুল দিয়ে বরণ করে নেন।দুপুর ১টায় হুজুর কে হোন্ডা বহর দিয়ে গোছামারা কাদেরীয়া দরবার শরীফে আনা হয়।এই সময় উপস্থিত ছিলেন ভৈরব এরফানিয়া দরবার শরীফের বর্তমান গদীনিশীল পীরে কামেল শাহসুফী এ,আই এম মাহবুব উল্লাহ আল কাদরী ও কাদেরীয়া দরবার শরীফের বর্তমান গদীনিশীল ক্বারী ওসমান গনি আল কাদরী পরবর্তীতে সংক্ষিপ্ত মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যে দিয়ে ভক্তদের বাড়ী বাড়ী পর্দাপন শুরু করেন।
জানাযায় দরবার শরীফের বর্তমান গদীনিশীল পীরে কামেল শাহসুফী শাহজাদা সৈয়দ মোহাম্মদ মনির হোসেন সাহেব প্রতি বছর ৫/৬ দিনের সফরে এসে দরবারের ভক্ত মুরিদানের সাথে সাক্ষাৎ দেন এলাকাবাসী সহ সকলের জন্য বিশেষভবে দোয়া করেন।
হুজুর এই বছর টানা ৫ দিন ভৈরবে অবস্থান করে পুরো ভৈরবের বিভিন্ন গ্রাম সফর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *