জয়নাল আবেদীন রিটনঃ
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ভোর ৬টা থেকে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলে ও এক ইলিশ মাছ ব্যবসায়ী কে আটক করে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দ করা হয় ১৫ কেজি জাটকা ও ৪ কেজি ইলিশ সহ এক লাখ মিটার কারেন্টজাল ও ইলিশ ধরার জাল। পরে মাছ গুলো ছনছাড়া এতিম খানায় হস্তান্ত করা হয়। এবং উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীতে ৫ ঘন্টাব্যাপী এই অভিযানের নেতৃত্বদেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। তাকে সহায়তা করেন ভৈরব উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান এব ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সহ নৌ পুলিশের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান গত ১৪ ই অক্টোবর থেকে ৪ নভেম্বার পর্যন্ত ইলিশ ধরা ,বিক্রয় পরিবহন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ রয়েছে। এ লক্ষে ভৈরবে এক হাজার জেলের মধ্য ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তাই এই ২২ দিন অন্তত কেউ যেন আমরা ইলিশ স্বীকার না করি। আমাদের অভিযান শুধু নদীতে নয় বাজার গুলোতে ত্ত অব্যাহত থাকবে।