আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের পাশে আছে।
বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন জো বাইডেন।
তিনি বলেন, কোনরকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।
ভাষণে বাইডেন ইউক্রেনের লড়াইরত জনগণের প্রতি স্ট্যান্ডিং ওভ্যাশন দেন এবং পরিষদের সদস্যদের বলেন, চলুন আমরা প্রত্যেকে, যদি দাঁড়াতে সক্ষম হন তাহলে দাঁড়িয়ে ইউক্রেন ও বিশ্বের প্রতি সুস্পষ্ট বার্তা দিই।
এ সময় আইনপ্রণেতারা দাঁড়ান এবং করতালি দিয়ে হুঙ্কার দিচ্ছিলেন। কেউ কেউ হাতে ইউক্রেনের পতাকা নিয়ে নাড়ছিলেন।
বাইডেন বলেন, যদিও তিনি (পুতিন) যুদ্ধক্ষেত্রে সফলতা পেতে পারেন। কিন্তু তাকে দীর্ঘসময় চরম মূল্য দিতে হবে।
তিনি বলেন, রাশিয়ার প্রভাবশালী ব্যবসায়ীদের প্রমোদতরি এবং অ্যাপার্টমেন্ট জব্দে কাজ করছে যুক্তরাষ্ট্র। আপনার (পুতিন) অসৎ উপায়ে অর্জিত সম্পদের ব্যাপারে আমরা আসছি।
সূত্র: আল জাজিরা, বিবিসি