কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: ব্রাহ্মণবাড়য়িা জেলার আশুগঞ্জে ‘‘৭১ বাংলা’’ টিভির স্টিকার যুক্ত প্রাইভটেকার থেকে ৮৭ কাজিগাজা ও ০২ বোতল হুইস্কি ০২ জন সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। র্যাব-১৪ আরো জানান এরই ধারাবাহীকতায় গোয়ন্দো নজরদারি করা হয় এবং বিশ্বস্ত সূত্রে মাধ্যমে জানতে পারে যে মুল ধারার বাইরে কতিপয় সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি র্দীঘদিন যাবৎ সিলেট সীমান্ত এলাকা থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকদ্রব্য নিয়মিত পাচার করছেন। উক্ত তথ্য সত্যতা যাচাই এর নিমিত্তে র্যাব গোয়ন্দো নজরদারী বৃদ্ধি করার পর,গতকাল আনুমানকি ২২.০০ ঘটিকায় বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে মূলধারার বাইরের টিভি চ্যানলেরে স্টিকার গাড়িতে লাগিয়ে গাঁজা মাদকদ্রব্য সিলেট সীমান্ত থেকে রাজধানী ঢাকায় যাওয়ার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী রওনা দিয়েছে। উক্ত সংবাদের উপর ভিত্তি করে ভৈরব ব্রিজএলাকায় তল্লাশি চৌকি স্থাপন করেন ।আনুমানকি রাত ২৩.৩০ ঘটিকার সময় ‘‘৭১ বাংলা’’ টিভি স্টিকার লাগানো প্রাইভটেকারে সাংবাদকি পরচিয়ধারী মোঃ আমিনুল ইসলাম বুলবুল(৩৭), মোঃ সোহান(২২), দ্বয়কে আটক করেন।এসময় ধৃত আসামীদ্বয়রে দখল হতে ৮৭ কেজি গাজা, ০২ বোতল হুইস্কি মাদক বক্রিয়রে নগদ ৩০০০/- টাকা ০১টি প্রাইভেটকার’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় র্দীঘ দিন যাবৎ অনুমোদনহীন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে এবং স্টিকার ব্যবহার করে হবগিঞ্জ জেলার সীমান্তর্বতী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ও হুইস্কি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে র্মমে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রফেতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related Articles
ভৈরবে মাদক ব্যবসীদের আক্রমনে পুলিশের সোর্স খুন
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সোহাগ মিয়া (৩৭) নামে এক ব্যাক্তিকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে। মুমুর্ষ অবস্থায় স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। পরে তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনা ঘটেছে গত সোমবার বিেেকলে (৬ […]
ভৈরবে র্যাব পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক
মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে র্যাব ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে সাড়ে ৩৮কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। র্যাবের হাতে আটককৃতরা মোঃ চাঁন মিয়া (৪০), আসাদুল ইসলাম (২৪), ও পুলিশের হাতে আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী জিল্লু মিয়া। র্যাব ও পুলিশ সুত্র জানা […]
ভৈরবে ধরা খেল মোবাইলের IMEI পরবর্তনকারী সাইবার অপরাধী
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ বাসস্টান্ডে ”মা-বাবার দোয়া টেলিকম” থেকে বিপুল পরিমান চোরাইকৃত মোবাইল ফোন, IMEI পরিবর্তণ করার ডিভাইস, ল্যপটপ ও ডেক্সটপসহ আনুমানিক ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার ও ১ জন সাইবার অপরাধীকে আটক করেছে র্যাব -১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্প। বর্তমান ইন্টারনেটের যুগে সবচেয়ে জটিল সমস্যার নাম হচ্ছে সাইবার […]