খেলা

আজ বিকালে মাঠে নামছে বাংলাদেশ ”নেতৃত্বে তামিম”

সমাধান স্পোর্টস: টেস্টের পর ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্বের অভিষেক হচ্ছে তামিম ইকবালের। বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার বিপক্ষে এটা নিজেদের সামর্থ্য প্রমাণের সিরিজ বাংলাদেশের। সেই পরীক্ষায় তিন ম্যাচ ওয়ানডের প্রথম টিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ বিকেল তিনটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টিভি।

এ সিরিজের তিনটি ম্যাচই হবে দিবা রাত্রির। বিষয়টি মাথায় রেখে টাইগাররা ফ্লাডলাইটে অনুশীলন করছে। সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পাওয়ায় বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাস ধরে রেখে আজ প্রথম ম্যাচে জয়ে চোখ রাখছে তামিমের দল।

অন্যদিকে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য মুখিয়ে রয়েছে শ্রীলঙ্কা দল। নিজেদের চেয়ে এ ম্যাচে তারা বেশি করে জয় চাইছেন লাসিথ মালিঙ্গার জন্য। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন বিশ্বের অন্যতম সেরা এ পেসার। ম্যাচ শুরুর আগে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছেন বিদায়ী ম্যাচে তারা মালিঙ্গাকে জয় উপহার দিতে প্রস্তুত।

অন্যদিকে বাংলাদেশ এই সফরে গেছে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া। দল দেশ ছাড়ার আগে চোট ছিটকে দিয়েছে মাশরাফিকে। সাকিব নেই ব্যক্তিগত কারণে। চোটের কারণে সফরে নেই সাইফ উদ্দিন, ব্যক্তিগত কারণে নেই লিটন দাসও। তবে এসব তারকাদের ছাড়াই শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের।

‘শুরুটা ভালো করতে চাই। আমি সবসময়ই বলি যে স্টার্টিং লাইনের আগেই যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি, তাহলে বড় সমস্যা। আগে ব্যাট করি বা বল, আমাদের শুরুটা ভালো করতে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। এরপর সেখান থেকে সামনে এগিয়ে যাওয়া। সিরিজ জিততে কে না চাইবে! সেজন্য ভালো শুরু আগে জরুরি।’

এখনো পর্যন্ত দু’দল ৪৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ৭টিতে আর লঙ্কানরা জিতেছে ৩৬টিতে। তবে, সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বেশ এগিয়ে আছে বাংলাদেশ।

প্রেমাদাসা স্টেডিয়ামে আগের আট ওয়ানডেতে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের বিপক্ষে মোট ১৩ ওয়ানডেতে মাত্র তিনবার হারের স্বাদ পেয়েছেন মালিঙ্গা। আজ বিদায়ী ওয়ানডেতে সতীর্থরা এ তার ম্যাচটিকে কতটা স্মরনীয় করে রাখতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *