মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ব্রাহ্মনবাড়িয়া জেলাধীন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এস.আই নিতাই চন্দ্র দাস, এস.আই
মোঃ জাকির হোসেন, এস.আই মোঃ জাহিদুল ইসলাম, এস.আই. মোঃ
এরশাদ মিয়া এ. এস.আই মোঃ কাউসার হোসেন, এ.এস.আই মোঃ
আলমগীর হোসেন, এ. এস.আই মোঃ শাহজাহান শেখ, এ.এস.আই মোঃ
হেলাল উদ্দিন সহ থানার অন্যান্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগন পৃথক
মাদক বিরোধী অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে মোট ২ হাজার
৮টি ইয়াবা, ২৮ কেজি ৭শ গ্রাম গাঁজা, ৩শ ৯৮ বোতল নেশাজাতীয়
স্কফ সিরাপ, ৭০ লিটার চোলাইমদ, ২ বোতল ফেন্সিডিল, ১ বোতল
বিদেশীমদ এবং জিডি মূলে ৩০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক মালামাল সংক্রান্তে মাদক মামলায় এবং বিভিন্ন অপরাধের
দায়ের অক্টোবর মাসে মোট ৩৮ জন ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের
নিমিত্তে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট
কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক,
সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্নপদক পুরস্কার প্রাপ্ত
কবি ও কলামিস্ট এবং সমাধান টিভি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) কে এক সাক্ষাতে জানান।