দেশজুড়ে

অষ্ঠগ্রামের আব্দুল্লাহপুরকে নতুন উপজেলা বাস্তায়নের দাবী

 

মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি:
আব্দুল্লাহপুরকে উপজেলা বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা করেছে হাওর ফাউন্ডেশন। সময়ের প্রয়োজনে এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করতে এই আলোচনা সভা করে তারা। এছাড়াও আব্দুল্লাহপুরকে উপজেলা বাস্তবায়ন করতে আলোচনা সভা থেকে নানা আন্দোলন ও সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়। ভৈরবের জান্নাত রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে গতকাল রাতে এই আলোচনা সভা ও নানা কর্মসূচি ঘোষণা করে হাওর ফাউন্ডেশন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান ও সাধারন সম্পাদক ফরহাদ আহম্মেদ। এসময় বক্তারা বলেন, হাওর এলাকা আব্দুল্লাহপুর, কলমা ও আদমপুরসহ ৩টি ইউনিয়নে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। এসব এলাকা থেকে উপজেলা সদর অষ্টগ্রামে ভোরে গেলে সন্ধ্যায়ও ফিরে আসা যায় না। যদি একজন রোগীকে সদর হাসপাতালের সেবা নিতে হয়। তাহলে তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়। আর জমির দলিল রেজিষ্ট্রেশন বা খাজনা দিতে গেলে তো যেনো হয়রানীর কোনো শেষ নেই। তাই, সময়ের প্রয়োজনে এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করতে আব্দুল্লাহপুরকে উপজেলা বাস্তাবায়নের জোড় দাবী করছেন তারা। আর এই দাবী আদায়ে তারা প্রয়োজনে মানববন্ধন, বিক্ষোভ ও সভা-সমাবেশ সহ কঠিন আন্দোলের ডাক দেবেন বলে হুশিঁয়ারী দেন হাওর ফাউন্ডেশনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *