জাতীয়

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিনের পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির।

রোববার (১১ অক্টোবর) সকালে তিনি বলেন, পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি।

এ সময় ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।

মমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান।

এর আগে ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি। তারও আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

মমতাজ উদ্দিন ফকিরের জন্ম ১৯৬১ সালে কিশোরগঞ্জের অষ্টবর্গ গ্রামে।

এদিকে গত বৃহস্প‌তিবার (০৮ অক্টোবর) নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *