দেশজুড়ে

শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

মো: জসিম উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি: হাইওয়ে পুলিশের বিরুদ্ধে নৈরাজ্য, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলায় অনির্দিষ্টকালের পরিবহন ডেকেছে পরিবহন শ্রমিকদের সংগঠনগুলো৷

পরিবহন শ্রমিক সংগঠনগুলো জহানিয়েছে, সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মন্ডলের হয়রানি ও বিভিন্ন সময়ে গাড়ি আটকে চাঁদাবাজির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে৷

শ্রীমঙ্গল কার মাইক্রোবাস সমিতির সভাপতি ময়না মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমককে বলেন, গত ১৫ জুন হাইওয়ে পুলিশ আমাদের এক পরিবহন শ্রমিকের লাশের গাড়ি আটকে চাঁদা দাবি করেন। এর প্রতিবাদে আমরা কয়েকঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিলাম, সে সময় আমরা নান্নু মন্ডলের শাস্তির দাবি করেছিলাম কিন্তু দীর্ঘ এক মাসেও প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছি। মঙ্গলবার সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলাজুড়ে সর্বাত্নক ধর্মঘট পালন হবে বলেও জানান তিনি৷

তিনি বলেন, ধর্মঘটের বিষয়টি আগে অবহিত না করায় প্রথমদিন (মঙ্গলবার) দূরপাল্লার গাড়ি আটকানো হবে না৷

এদিকে হঠাৎ করে এ ধর্মঘট ডাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাত্রীদের অনেকে৷

মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র রিফাত আহমেদ বলেন, মঙ্গলবার আমার কলেজে একটা পরীক্ষা আছে। এখন হুট করে তারা ধর্মঘট ডেকে বসলো! এখন কলেজে যাবো কিভাবে? এভাবে তারা প্রায়ই আমাদের জিম্মি করে কর্মসূচী দেয়, আমরা এদের কাছে অসহায়৷

It frequently influences the big

It is critical to talk to a health care professional to determine the cardiform tablete most ideal therapy strategy in these cases.

toe, yet can additionally trigger pain and inflammation in the fingers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *