লায়ন মুহাম্মদ কামাল হোসেন: লায়ন্স ক্লাব অব নাসির নগর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫,বি-১বাংলাদেশ এর উদ্যোগে আজ ২০/০৬/২০১৮ইং রোজ – বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে গাছের চারা ও গরীব,অসহায়,দুঃস্থ পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ পিসিসি ফোরামের চেয়ারম্যান লায়ন মোঃ নুরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসি লায়ন মোহাম্মদ ফারুক এমজেএফ,আইপিডিজি লায়ন মোস্তফা কামাল এমজেএফ,সেকেন্ড ভিডিজি(ইলেক্ট) লায়ন দেওয়ান নাসিরুল হক এমজেএফ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. নুরুজ্জোহা,রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডাঃ বুলবুল আহমেদ ,আরসি হেডকোয়াটার্স লায়ন তোফাজ্জল আহমেদ, লায়ন মাহবুবুর রহমান( এ এসপি), ভৈরব বেইলী গার্ডেনের সাধারণ সম্পাদক লায়ন শামীম আহমেদ, লায়ন্স ক্লাব অব নাসিরনগর এর সাধারণ সম্পাদক ও ক্যাবিনেট মেম্বার লায়ন মুহাম্মদ কামাল হোসেন,লিও ক্লাব অব বেইলী গার্ডেন ভৈরব এর সভাপতি মোঃ আকরাম,লিও মামুন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ৫০০টি গাছের চারা ও ১০ টি হুইল চেয়ার বিতরণ করা হয় । উপরোক্ত আয়োজনের সভাপতিত্ব করেন লায়ন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, সভাপতি লায়ন্স ক্লাব অব নাসিরনগর, জেলা-৩১৫,বি-১, বাংলাদেশ।
Related Articles
খাওয়ার পরে মিষ্টি খাওয়া ভালো না খারাপ?
সমাধান ডেস্ক: স্বাস্থ্য সচেতনতার দোহাই দিয়ে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকেন অনেকেই। তবু লোভ সামলে কতক্ষণ আর থাকা যায়! খাওয়ার শেষে একটা মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খেতে ভালবাসেন কেউ কেউ। কিন্তু শেষ পাতে মিষ্টি খাওয়াটা শরীর-স্বাস্থের পক্ষে কতটা ভালো? চলুন জেনে নেয়া যাক- বিয়েবাড়ি, রেস্তোরাঁ, এমনকি বাড়িতেও যদি প্রচুর পরিমাণে ঝাল-মশলা যুক্ত খাবার খাওয়া হয়, […]
ভৈরবের নবীনলীগ নেতা সুমন কে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম থানায় অভিযোগ দায়ের
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে গতকাল ১ সেপ্টেম্বর ২০২২ ইং, সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় নবীপুর গ্রামের ইসমাইল মিয়ার পুত্র আগানগর ইউনিয়ন নবীনলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়াকে একই বংশের মৃত সিরফত আলীর পুত্র হক মিয়া (৬০), আসাদ মিয়ার পুত্র রায়হান (২২),মারুফ (২০),বাপ্পি (১৮), মৃত […]
কুলিয়ারচরে প্রধান শিক্ষক দ্বারা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের মধ্য দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকলেও কুলিয়ারচর উপজেলার দড়িগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া গত ১১ মে বৃহস্পতিবার সকালে তার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়–য়া (১১) বছরের শিক্ষার্থীকে তার বাড়ির কিন্ডারগার্টেনে প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে […]