জাতীয়

রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরামী করলে কাউকে ছাড় দেয়া হবে না

সিনিয়র প্রতিবেদক: রোহিঙ্গা সঙ্কট নিয়ে যারা নোংরা খেলায় মেতেছে তাদের ব্যাপারে সরকারের কাছে তথ্য আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে‌ছেন, সময় মত এ‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লার বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, মুহিবুল্লাহ কিভাবে বাংলাদেশী ইমিগ্রেশন পার হয়ে আমেরিকা গিয়ে প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্পের কাছে গে‌লো? আবার একই ইমিগ্রেশন পার হয়ে দু’দিন আগের সমাবেশে যোগ দিলেন? বিষয়টি সরকার কিভাবে দেখছে? মন্ত্রী বলেন, ‘সব বিষয়ই আমাদের নলেজে আছে, রোহিঙ্গাদের মানবিক সাহায্য আমরা দিয়ে যাচ্ছি, আশ্রয় দিয়ে যাচ্ছি। তাদেরকে নিয়ে যারা নোংরা খেলা খেলতে চায়, তাদের ব্যপারেও আমাদের কাছে তথ্য আছে। সময় মত ব্যবস্থা নেওয়া হবে।’

রোহিঙ্গারা কিভাবে মোবাইল পেল? এমন কি তারা একই রঙ্গের টি শার্ট কোথা থেকে সংগ্রহ করেছে? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আছে এখানে সমস্যা আছে, এখানে বিদেশ থেকেও মদদ আছে, বাংলাদেশেও একটা মতলবী মহল আছে।’

‘যারা আন্দোলন, সংগ্রাম, নির্বাচনে ব্যর্থ, তাদের এখন ষড়যন্ত্র ছাড়া আর কোন পথ নেই। তারা একবার কোটা আন্দোলন, একবার নিরাপদ সড়ক আন্দোলনকে পুঁজি করে অতীতে ক্ষমতা দখলের পায়তারা করেছে। এখন তারা রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক ইস্যু হিসেবে বেছে নিয়ে এটাকে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রমুলক ফায়দা লোটা যায় কি না- সেটাতো নিশ্চয় তাদের মাথায় আছে, হাল ঘটনায় তাদের সহযোগিতা থাকতে পারে।’

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যপারে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে বলেও দাবি করে তিনি বলেন, মন্ত্রী বলেন, ‘মিয়ানমারও বন্ধুহীন দেশ এ কথা ভাবার সুযোগ নেই। তাদেরও বন্ধু আছে, তাদেরও মিত্র আছে। কাজেই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যপারে তাদের যেমন অনাগ্রহ আছে, তেমনি আন্তর্জাতিক ভাবে তাদের উপর চাপও কিন্তু ক্রমাগত বাড়ছে।’

‘আমাদের সাফল্য এখানে যে, পৃথিবীর কোন দেশ রোহিঙ্গাদের জন্য এত উদার হয়ে সীমান্ত খুলে দিয়ে আশ্রয় দেয়নি। যেটা শেখ হাসিনার বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে। মানবতা, উদারতার দুয়ার খুলে দিয়েছে। বিএনপি ছাড়া বিশ্বের কোন দেশই এ বিষয়ে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা আছে বা কোন দোষ আছে, কোন দুর্বলতা আছে, এমনটা বলেনি।’

ওবায়দুল কাদের জানান, ‘সারা বিশ্ব প্রশংসা করছে। শুধু তারাই প্রশংসা করতে কুন্ঠিত যারা, রোহিঙ্গাদের সমস্যা থেকে ফায়দা তুলতে এ যাবৎ ব্যর্থ হয়েছে।’

বাংলাদেশে এখন ‘ঘোর অমানিশা’ চলছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বাংলাদেশে অমানিশা চলছে অথচ দেশ বিদেশে এ নিয়ে কারও কোন মন্তব্য নেই। বাংলাদেশে যদি কোথাও অমানিশা চলে তা হলে তা বিএনপিতে চলছে। তারা আজকে পথ হারিয়ে দিশেহারা পথিকের মত ছুটে বেড়াচ্ছে। যখন যেখানে যা খুশি তাই বলছে, প্রধানমন্ত্রীকে পর্যন্ত অশ্রাব্য ভষায় কথা বলছে।’

রংপুরে এরশাদের আসনে আওয়ামী লীগ জাতীয় পর্টিকে ছাড় দিবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এ পর্যন্ত কোন উপ-নির্বাচনে কাউকে ছাড় দেইনি। যার যার নির্বাচন তাদের দলীয় প্রতীকে করবে, জাতীয় পার্টি তাদের প্রার্থীতা দিবে। আওয়ামী লীগের প্রর্থীও এখানে থাকবে।’

‘এখানে ছাড় দেওয়া বা ভাগাভাগি করার কোন বিষয় নেই, প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সবার আছে, আমরাও সেভাবেই এগিয়ে যাচ্ছি।’-বলে জানান ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *