রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ইউনুস আলী নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা চুরির অপবাদে দুইশিশুকে ঘরে বন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের মোল্লাটারী এলাকায় এঘটনা ঘটে। নির্যাতনে বাধা দিয়ে এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হয়েছে। নির্যাতনের শিকার শামীম মিয়া (১০) কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাজিব মোল্লাটারী গ্রামের সামসুল হকের ছেলে এবং রাসেল(৯) ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৈতারমোড় বাজেমজকুর গ্রামের মন্তাজ আলীর ছেলে। শামীমকে কাউনিয়া হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হলেও সন্ধ্যায় রাসেলকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শামীমের মা সোহাগী বেগম জানান, সংসারে অভাবের কারণে শামীম একটি পিকআপে সহকারী হিসেবে কাজ করে। চারদিন পর মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে নাওগা থেকে বাড়ি ফিরে খাওয়া শেষে গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে সে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে লোকমুখে জানতে পারেন যে, সংশ্লিষ্ট ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস আলী তার ছেলের হাত পা বেঁধে পেটাচ্ছে। পরে তিনি জানতে পারেন যে, মঙ্গলবার রাতে ওই এলাকার আকরাম হোসেন নামে এক ব্যক্তির ঘরের সিঁধ কেটে ৭০ হাজার টাকা কে বা কারা চুরি করেছে। এ ঘটনায় আকরাম এবং তার ভাই ইয়াকুব ও ইউপি সদস্য ইউনুস আলী তার ছেলেকে সন্দেহ করে অমানবিক নির্যাতন চালায়। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ওই বাড়ি থেকে শামীমকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করতে গেলে ইউনুস মেম্বারের লোকজন তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে গেলে সেখানে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখে আকরাম ও ইউনুস মেম্বারের লোকজন। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। রাসেলের বাবা মন্তাজ আলী জানান, বুধবার সকালে তিনি কাজে বেরিয়ে যান। বিকেলে বাড়ি ফিরে জানতে পারেন যে, দুটি মোটরসাইকেলে করে ইউসুফ মেম্বার সহ ৪/৫ জন লোক এসে তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। এ অবস্থায় বাড়ি ফিরে আসে সে। পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশু রাসেল জানায়, অনেক আকুতি মিনতি করেও মেম্বারের নির্যাতন থেকে রক্ষা হয়নি। টাকা চুরি করিনি বলার পরেও তাকে এবং শামীমকে বেঁধে পিটিয়েছেন মেম্বার এবং আকরাম ও ইয়াকুব। স্থানীয়দের অভিযোগ, ওই ইউপি সদস্য কারণে অকারণে বিভিন্ন বয়সী শিশু ও মানুষদের ধরে এনে মারধর করেন। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক জানান, রাসেলের দুই উরুতে চারটা সুঁই ফোটানো হয়েছে এবং বাম হাঁটুর নিচে ফোলা আছে। এছাড়া ডান পায়ের পাতায় রক্ত জমাট হয়েছে। তার এক্স-রে করার জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য ইউনুস আলী বলেন, আমি মারধর করিনি। আকরাম ও ইয়াকুবের বাড়িতে মারধর করা হয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করে আকরাম হোসেনে মুঠোফোনে বলেন, প্রথমে শামীমকে নিয়ে আসা হয়। পরে তার কথামত রাসেলকে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মেম্বার শিশু দুইজনকে চর থাপ্পর মেরেছে। এ বিষয়ে টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। ভুক্তভোগী দুই পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ডিউটি অফিসার গিয়েছিলো। পরে শিশু দুটিকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
Related Articles
ভৈরবে রোপা আমন ২০১৯ মাঠ দিবস অনুষ্টিত।
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে উচ্চ ফলনশীল এনএটিপি-২ প্রকল্পের ২০১৯-২০ অর্থ বছরের আওতায় রোপা আমন ধানের মাঠ দিবস ২০১৯ অনুষ্টিত হয়েছে। আজ সোমবার দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ শেষে আনুষ্টানিক ভাবে আমন ধান কর্তনের উদ্ভোধন করা হয়। উদ্ভোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা কৃষি […]
ভৈরবে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত [Video]
অাশরাফ আলী বাবু : ভৈরবে ইজিবাইকের ধাক্কায় আব্দুল মিয়া (৫৫) নামেএক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বাড়ি অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুরে। সে তার আতœীয়র বাড়িতে বেড়াতে আসেন। গতকাল রাত ৮টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া চাঁন মিয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় […]
ভৈরবের সহকারি প্রকৌশলীর বদলীর খবরে এলাকায় গ্রাহকদের মিষ্টি বিতরন
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবের শিমুল কান্দি বিদ্যুৎ অফিসের আবাসিক সহকারি প্রকৌশলী মফিজ উদ্দিন খান এর বদলীর আদেশ দিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দুর্নীতিবাজ সহকারি প্রকৌশলী মফিজ উদ্দিন খানকে ঢাকা রেঞ্জের বাইরে সিলেট বিভাগের মৌলভী বাজারের কুলাউড়ায় বদলী করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতিবাজ সহকারি প্রকৌশলী […]