অপরাধ

মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাট: ভ্রাম্যমাণ আদালতে ২টি মেশিন জব্দ


মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার এলাকা থেকে
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী
ভরাটের অভিযোগে ২টি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে
উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারের কেমতলী এলাকায় অভিযান চালিয়ে
মেশিন দু’টি জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীর পাড় গ্রামের আব্দুল আজিজ ওরফে
ড্রেজার আজিজ কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বেশ কিছুদিন যাবৎ
মাটি উত্তোলন করে দারোরা গ্রামের বড় জহির মেম্বারের বাড়ীর একটি পুরাতন
দিঘী ভরাট করে আসছিলো।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ
আদালত অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় পরিচয় গোপন রেখে ড্রেজার
মেশিন মালিক ড্রেজার আজিজ ঘটনাস্থল থেকে সটকে পরেন। পরে সেখানে থাকা
২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ
হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্যারের
নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান
চলছে। তিনি আরো বলেন অবৈধ ড্রেজারের বিষয়ে শুন্য সহনশীলতা নীতি
প্রয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *