ছবি: প্রতিকী:
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর ৬নং ওয়ার্ডে মনোহরপুর নতুন বাজারে চারদিকে অবৈধ গ্যাস লাইন সংযোগ লাগমহীন ভাবে বেড়ে চলছে। এই লাইনগুলো একবাড়ি থেকে অন্য বাড়িতে নেয়া হয়েছে নিম্নমানের নরম পাইপ দিয়ে এবং মাটির উপর দিয়ে। বিদ্যুতের তারের মত ঝুলিয়ে।মাকড়সার জালের মত একঘর থেকে অন্য ঘরে ঝুলে আছে গ্যাসের পাইপ। যদি সামান্য কোন ধারালো ধাতুর আঘাত লাগে তবে ঘর-বাড়ি ও শিল্প কারখানা পুরে ছাড়খার হয়ে যাবে। এখানে রয়েছে বিভিন্ন টেক্সটাইল মিল ও কলকারখানা। এই শিল্প প্রতিষ্ঠান গুলো রয়েছে হুমকির মুখে। রায়হান টেক্সটাইল মিলের মালিক মোহন বলেন, আমার মিলের পাশে যেভাবে গ্যাস লাইন গুলো আছে দেখলে ভয় লাগে কখন কি বিপদ হয়। বীর মুক্তিযুদ্ধা কনক মিয়া বলেন, মাটির উপর দিয়ে এইভাবে গ্যাস লাইন নেওয়া উচিত হয় নি, য কোন সময় বড় ধরনের দূর্ঘনা ঘটতে পারে। ৬নং ওয়ার্ডের মেম্বার আমীর হোসেন বলেন,আমি কাউকে কিছু বলতে পারি না কারন আমার কথা কেউ শুনবেনা। এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি।