মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০২ বোতল বিদেশী মদ’ ২০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব-আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মাদক ব্যবসায়ী মোঃ সাগর (২৫), মোঃ আতাউল্লাহ (১৯), মোঃ রতন (৩২) ও মোঃ ইব্রাহিম (৩০)।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায় রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এক লিখিত বক্তব্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ ও ভৈরব থানাধীন সেতুর টোল প্লাজার সামনে পৃথক পৃথক অভিযানে গাজিপুর জেলার জয়দেবপুর থানাধিন ফিরোজ আলী গ্রামের দেলোয়ার হোসেন মিয়ার ছেলে রতন মিয়াকে ২০ কেজি গাঁজাসহ বহনকৃত পিকআপটি জব্দ করা হয়।
আরেকটি অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানাধিন শ্রীনগর গ্রামের মৃত শওকত আলীল ছেলে সাগর মিয়া ও একই থানাধিন বাঁশগাড়ি গ্রামের হারিছ মিয়ার ছেলে আতাউল্লাহ মিয়াকে ১৫০ বোতল ফেনসিডিলসহ একটি মোটর সাইকেল জব্দ করে। অপর আরেকটি অভিযানে ১০২ বোতল বিদেশী মদ সহ ইব্রাহিম মিয়া নামে একজনকে আটক করে। মাদক বহনের দায়ে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েল করা হয়েছে