মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: বন্দরনগরী ভৈরবে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী সফর আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। সফর আলী শহরের ঘোড়াকান্দা এলাকার মোঃ আলী আকবর মিয়ার ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টার সময় সফর আলীকে চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় মামলার অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ভৈরব থানা পুলিশ। এ নিয়ে অভিযুক্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী সফর আলীকে শহরের চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী সফর আলী সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশ হত্যা চেষ্টা মামলার ভৈরব থানার এজাহার নামীয় আসামী। গত ১২ ডিসেম্বর ভৈরর থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আব্দুল করিমসহ মাদক মামল গ্রেফতারি পরায়ানাভুক্ত ১ নং আসামী রাসেল (৩০)কে গ্রেফতার করে। এ সময় উক্ত আসামীর ডাক চিৎকারে গ্রেফতারকৃত এজারনামীয় আসামীগন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া এ এস আই মোঃ রেজাউল করিম ও এ এস আই মোঃ আব্দুল করিমের উপর হামলা করে এবং সরকারী কাজে বাধাঁদানসহ ২ পুলিশ কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় এএসআই মোঃ রেজাউল করিম গত ১৩ ডিসম্বর বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করার পর গত ১৯ ডিসেম্বর রাতে তাকে র্যাব সদস্যরা গ্রেফতার করে ভৈরব থানায় সোপর্দ করেছে।
Related Articles
কোতয়ালীতে ২ লাখ টাকার ইয়াবা সহ ২ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ঃ ডি.এম.পি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়ার নেতৃত্বে এস.আই মোঃ মাহফুজার রহমান ও এ.এস.আই আবু তালেব এক ঝটিকা অভিযান চালিয়ে থানাধীন পাটুয়াটুলী রোডস্থ চশমার গলি থেকে ২ লাখ টাকা মূল্যের ১ হাজার ইয়াবা সহ মোঃ জাহাঙ্গীর আলম (৪৬) ও নূরজাহান বেগম ওরফে মারজান (৩৫) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে […]
নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার
নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিআইজি অফিস থেকে পাঠানো এক আদেশে ওসি হারুনুর রশিদ […]
কটিয়াদীতে নৌকা-ধানের শীষের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
হাজী মো: আলী কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে প্রতিক বরাদ্দের প্রথম দিনেই ক্ষমতাসীন আ.লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যন্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার দুপুরে বিএনপির সমর্থকরা তাদের নেতা তোফাজ্জল হোসেন খান দিলীপকে নিয়ে বাসস্ট্যান্ড এলাকার পেট্রোল পাম্পে জড়ো হয়। […]