রাজনীতি

ভৈরবে বেশী দামে পণ্য বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

করোনা ভাইরাসকে ইস্যু করে ভৈরবে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে পন্য সামগ্রী বিক্রয় করার অভিযোগে ভৈরবের বিভিন্ন এলাকার বাজাগুলোতে মোবাইল কোর্ট চালানো হয়। বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে ৭ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোট ৪১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট হিমাদ্রী খীসা এই দন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদাতের ম্যাজিস্ট্র্যাট হিমাদ্রী খীসা জানান, অভিযানকালে উপজেলার কালিপ্রসাদ এলাকার দোকানদার সহীদ খাঁনকে ১০ হাজার, একই এলাকার সিদ্দিক মিয়াকে ১০ হাজার, আকবরনগর এলাকার দোকানদার দ্বীন ইসলামকে ২ হাজার, একই এলাকার আফজালকে ১০ হাজার, গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকার এরশাদ মিয়াকে ৫ হাজার, একই এলাকার তোফাজ্জলকে ২ হাজার ও জাকির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *