এম আর ওয়াসিম কিশোরগঞ্জ প্রতিনিধি :
ভৈরবে কমলপুর থেকে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য বিয়ার সংগ্রহ করে বিভিন্ন সময় ভৈরবসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এই তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৮ জুন ২০১৮ খ্রি: রাত ১.ঘটিকায় শহরের কমলপুর গ্রামের জনৈক মোঃ ফয়সাল আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ ফয়সাল আলম(২৮), সাহাদাত হোসেন(৩৭), উভয় পিতা- মৃত হাজী শহিদ মিয়া, সাং- কমলপুর (পূর্বপাড়া), মোঃ দ্বীন ইসলাম(২৩), পিতা-মোঃ মহর আলী, সাং-কমলপুর(আমলাপাড়া), ভৈরব,কিশোরগঞ্জ’।এছাড়াও র্যাব সুত্রে জানায়, অপারেশন পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ সবুজ মিয়া(২৮), পিতা-রমজান আলী, সাং- কমলপুর (পূর্বপাড়া),কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীদের নিকট হইতে ৮৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৮৬,০০০/- টাকা। ধৃত আসামী ও পালাতক আসামীগণের বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ২২(গ)/২৫ ধারা মোতাবেক কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।