জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
ভৈরব রেলত্তয়ে স্টেশনে বিপুল পরিমান বিদেশি ব্রান্ডের সিগারেট, স্মার্ট ফোন ও স্বর্নালংকারসহ সজীব -(১৯) নামের এক যুবককে আটক করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। বৃহস্পতিবার ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়। সে আশুগঞ্জ উপজেলার মো ঃ ইসমাইল মিয়ার ছেলে।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী চট্টলা ট্রেনটি ভৈরব ষ্টেশনে থামলে রেলওয়ে পুলিশ একটি বগীতে তল্লাশী চালায়। তথ্যের ভিত্তিতে সজীবকে আটক করা হয়। পরে তার দেখানো মতে দুটি ব্যাগে রক্ষিত অবৈধ ভাবে আনা সত্তুর কার্টুনের উপর ইসি লাইট ও এস ও এস বিদেশি সিগারেট ,চার্জারসহ পনেরটিস্মার্ট ও চারটি স্বর্নের চুরি উদ্ধার করা হয়।
ভৈরব রেলত্তয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহাম্মদ বিশ্বাস বলেন আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে স্মার্ট ফোন ও সিগারেট এনে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত মালামাল সহ সজিব কে আটক করতে সক্ষম হয়েছি। এসব মালামাল বিক্রি করতে সে ঢাকায় নিয়ে যাচ্ছিল । তার বিরুদ্ধে শুল্ক আইনে মামলা হবে।