সোহেলুর রহমান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দ্রব্য মূল্যের উর্ধগতি, জালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোড সেডিং, ভোলায় বিএনপির শান্তি পূর্ণ কর্মসূচিতে গুলি করে জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ আগষ্ট শনিবার সকাল ১০ টায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবস্ত ওয়ালটন সুরুমের সামনে, ভৈরব উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্দোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম জেলা বিএনপি সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল মিয়া, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া।
সভা পরিচালনা করেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক,
সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব কমল পুর থেকে শুরু হয়ে ভৈরব দূর্জয় মোড়ে এসে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
ভৈরব দূর্জয় মোড় থেকে ঢাকা সিলেট মহাসড়কের কমল পুর নিউ টাউন মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।