Featured রাজনীতি

ভৈরবে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

রিপোর্ট, রফিকুল ইসলাম রুবেল:  কিশোরগঞ্জের ভৈরবে পুলিশি বাধায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে পারেনি বিএনপি। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে না পেরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের বাংলোতে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আরিফুল ইসলাম অভিযোগ করেন, কর্মসূচী পালনে বাধা দিতে গতকাল রাত থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালায় পুলিশ। অভিযানে সকাল নয়টার দিগে পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী ও রাতে পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেয়ামান মিয়াকে গ্রেপ্তার করে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। বিএনপির কর্মসূচীতে বাধা, নেতা-কর্মীদের হয়রানী ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানিয়ে এ সময় তারা বলেন, পৃথিবীর কোনো স্বৈরশাসকই অত্যাচার-জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, হাসিনার সরকারও পারবে না। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি হাজী মো: শাহিন সরকারের প্রতি আহ্বান করে বলেন, নাৎসী বাহিনীর মতো এমন কাজ করবেন না, যাতে পৃথিবীর সকল মানুষ আপনাদের আজীবন ঘৃণার চোখে দেখবে। এ সময় তারা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে তীব্র বিক্ষেভ ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *