জয়নাল আবেদীন রিটন ,ভৈরব প্রতিনিধি:
‘মাদককে না বলুন, খেলা ধূলাকে হ্যা বলুন’ এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবে থানা পুলিশের সাথে উপজেলা ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকালে হাজী আসমত কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজওয়ান আহমেদ দীপু। এছাড়াও দু’টি ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমন উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন আহমেদ, ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহারসহ অনেকে। ১৬ ওভারের ম্যাচটিতে সব ক’টি ওভার খেলে ৭ ওইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে থানা পুলিশ। জবাবে মাঠে নেমে উপজেলা ছাত্রলীগ মাত্র ৩ ওইকেট হারিয়ে ১২ ওভার শেষে ১০৬ রান করতে সক্ষম হয়। ফলে তারা ৪ ওভার হাতে রেখে ৭ ওইকেটে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দল উপজেলা ছাত্রলীগের হাতে ক্রেস্ট তুলে দেয় অতিথিবৃন্দ।