জাতীয়

ভৈরবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু জ্বর ॥ আক্রান্ত ৭ জন সনাক্ত

সোহেলুর রহমান: দেশের বিভিন্ন স্থানের মত কিশোরগঞ্জের ভৈরবেও ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি ডেঙ্গু জ্বর। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭ জন রোগীকে সনাক্ত করেছে ভৈরব উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসকগণ। এর মধ্যে তিন জন ভৈরবের বাকিরা ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে এসেছে।
ডেঙ্গু আকান্তের আশংকায় প্রতিদিন সকাল থেকে নারী শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন হাসপাতালে ভীড় জমাচ্ছেন্ । ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভয়ে রক্ত পরীক্ষা করতে এবং ডেঙ্গু জ্বর থেকে নিরাপদ থাকতে করনিয় সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ নিতে লোকজন বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে ছুটছেন। ডেঙ্গু আক্রান্তের আশংকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে প্রতিদিনই আসছেন বিভিন্নশ্রেনী পেশার লোকজন।
গত এক সপ্তাহে ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাত জন রোগী সনাক্ত করা হয়েছে। আরো দশ জনকে রক্ত পরীক্ষা নিরীক্ষা করতে শহরের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছেন উপজেলা কমপ্লেক্সের চিকিৎসকগণ। এ ডেঙ্গু জ্বর নিয়ে উপজেলার সর্বত্র দেখা দিয়েছে আতংক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *