মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে স্বামী জাহিদ হাসানের (২১) ছুরিকাঘাতে স্ত্রী মিতু বেগম (১৯) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত মিতু বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জাহিদ হাসান উপজেলার সম্ভুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তারা ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মিতু বেগমের মা পারভিন বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করলে পুলিশ জাহিদকে গ্রেফতার করে। শুক্রবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দিয়েছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে দুজনের বিয়ে হয়। স্বামী প্রায়ই নেশা করে তাকে মারধর করত। বৃহস্পতিবার রাতে নেশার টাকার জন্য স্ত্রীকে চাপ দেয়। টাকা না দিলে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
ভৈরব ফাঁড়ির পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া জানান, ঘটনার খবর পেয়ে তাদের বাসায় গিয়ে স্বামী জাহিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মিতুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।