মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ আজ রোববার ২১ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামী মহানগর প্রভাতী ট্রেনটি থামানোর সময় ট্রেনের সামনে থেকে ৩য় বগিথেকে পিছনের বগি গুলির সংযোগ ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন চট্রগাম গামী ট্রেনের যাত্রীদের। ভৈরব রেলওয়ে ষ্টেশন সুত্রে জানায়ায়, ১৮টি বগি নিয়ে মহানগর প্রভাতী ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করছিলো। ঢাক থেকে চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। তখন রেলষ্টেশনে মেরামত করতে অনেক সময় লেগে যায়। নিধারিত সময়ের প্রায় ১ঘন্টা ৪০মিনিট পর যাত্রা বিল্মবে ট্রেনটি চট্রগ্রামে উদ্দেশ্য ভৈরব তেগ করে। এতে দুর্ভোগে পড়ে হয় চট্রগাম গামী ট্রেন যাত্রীদের। ভৈরব ষ্টেশন মাষ্টার মো: নূর-নবী জানান, চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত সময়ে ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। পড়ে ছিঁড়ে যাওয়া মেরামত শেষে ট্রেনের বগিটি আলাদা করে ভৈরবে থেকে ১১টা ১০মিনিটে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে য়ায়,এতে কিছুটা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
Related Articles
সড়ক দূর্ঘটনায় প্রান গেল ভৈরবের তরুন শিক্ষকের
রাসেদুজ্জামান রাসেলঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের পর শিক্ষকদের সরাসরি ভোটে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে অন্য শিক্ষক ভোটারদের সাথে ভোট দিয়েছেন আমিনুল ইসলামও। কিন্তু ভোট দিয়ে নিজ বিদ্যালয়ে আর ফেরা হলো না ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. আমিনুল ইসলামের। মর্মান্তিক এক সড়ক […]
ভৈরবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ভৈরবে গতকাল ২৯মে (১২ রমজান) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উদ্যোগে ভৈরব মাতৃকা হাসপাতালের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফরিদ আহমেদ সাধারণ সম্পাদক ঢাকা প্রেস ক্লাব, সভাপতিত্ব করেন মোঃ আব্দুল লতিফ(RPC) চেয়ারম্যান সমাধান টিভি টুয়েন্টি ফোর, পরিচালনায় ছিলেন লায়ন মুহাম্মদ কামাল হোসেন সি: […]
মুরাদনগরে হ্যালো ওসি ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ ‘‘কথা বলুন আপনার ওসির সাথে সেবা নিতে পুলিশের দ্বারে নয়, জনগনের দ্বারেই আসছে পুলিশ’’ এই শ্লোগনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে কমিউনিটি পুলিশিং ও আপনার ওসি আপনার দোরগোড়ায় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাখরাবাদ বাজারে এসআই গোফরানের পরিচালনায় মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম সভায় উপস্থিত জনতার সাথে […]