জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি :
ভৈরবে ৫৬ কেজি গাঁজা ও ১ টি কাভার্ডভ্যান’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সদস্যগণ। আজ ভোর বেলা ঢাকা-সিলেট মগামড়কের ভৈরব দুর্জয় মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো হবিগঞ।জ জেলার চুনারুঘাট থানাধিন লক্ষীপুর গ্রামের জমরুজ মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম উজ্জল (২৩), ময়মনসিংহের গৌরীপুর থানাধিন মরিচালী গ্রামের আব্দুল হেকিম মন্ডলের ছেলে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধিন ইয়ারণ গ্রামের আব্দুস সোবান মিয়ার ছেলে মোঃ রতন মিয়া (২৮) ও মোঃ ইমরান হোসেন (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ভৈরবের দুর্জয় মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে সন্দেহ জনক একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে তললাশি করে তার ভিতর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহারের জন্য কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।