জীবনযাপন

ভৈরবে এন টিভির পাঠক ফোরামের পাঁচ গুণিজনকে সংবর্ধনা প্রদান

মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিশেষ ক্রোড়পত্র “গুণিজন” এর মোড়ক উন্মোচন করেন ওই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি লোকসাহিত্য ও প্রত্নতাত্ত্বিক সংগ্রহক ও গবেষক ভাষা সৈনিক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। ভৈরবে বিভিন্ন কর্মক্ষেত্রে অবদান রাখায় আজ সোমবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্র্যাক্টিকেল বায়োলজি গ্রন্থের প্রকাশক অধ্যক্ষ আবদুল বাসেত, সমাজ পরিবর্তন ও বিবেকবান প্রতিথযশা সাংবাদিক বশীর আহমেদ, লেখক ও গবেষক সাংবাদিক মুহাম্মদ শহীদুল্লাহ, লেখক ও শিক্ষক মোঃ শরীফ হোসেন এবং সমাজকর্ম ও সৃজনশীল গ্রন্থের প্রণেতা অধ্যাপক মো: শহীদুল্লাহকে এ সংবর্ধনা দেয়া হয়।

ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি লেখক ও সাংবাদিক আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি জুলহাস হোসনে সৌরভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: সুমন মোল্লা। এনটিভি দর্শক ফোরাম ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিনের সঞ্চালনায় সংবর্ধিত গুনিজনদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মো: শহীদুল্লাহ, শিক্ষক মো: শরীফ হোসেন, সাংবাদিক মুহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যক্ষ আবদুল বাসেত। পরে গুণিজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সাংবাদিক বশীর আহমেদ অসুস্থ থাকায় পক্ষে ক্রেস্ট গ্রহণ করে তাঁর মেয়ে ডাক্তার নাফিসা নায়াড়। এনটিভি দর্শক ফোরাম এ গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু, জেলা কমিটির সদস্য ও সমাধান টিভির চেয়ারম্যান মোঃ আঃ লতিফ আরপিসি সহ বিভিন্ন মিড়িয়ার সাংবাদিক স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী,পাঠক ফোরামের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *