মো:আশরাফ আলী বাবু, চীফ রিপোর্টার: এক গৃহবধূ ধর্ষণের মামলায় অভিযুক্ত কারাডি প্রশিক্ষককে আটক করে ভৈরব থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত প্রশিক্ষকের নাম রমজান (২৯)। সে বাংলাদেশী বংশদ্ভোত হলেও তার জন্ম হয় পাকিস্তানে। আনুমানিক ৩২বছর পূর্বে রমজানের মা-বাবা বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে বসবাস শুরু করেন। রমজানের বাবা হাজী আবুল কাসেম মারা যাওয়ার পর গত এক বছর আগে মা জোসনা বেগম রমজান ও তার ভাইকে নিয়ে নানার বাড়ি ভৈরবের পুলতাকান্দায় এসে বসবাস করছে বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্ত রমজান নিজেকে বাংলাদেশী নাগরিক হিসেবে দাবি করেন। পাকিস্তান সরকারের অনুমতি নিয়ে সে বাংলাদেশে আসেন এবং ঢাকায় একটি ক্লাবে জুডো কারাডি প্রশিক্ষণ কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান। ওই অভিযুক্ত রমজান ২টি বিয়ের কথা স্বীকার করলেও ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে ওই গৃহবধূর সাথে সম্পর্ক ছিল বলে স্বীকার করেন। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে ওই গৃহবধু বাদী হয়ে রমজানকে অভিযুক্ত করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত রমজানকে গ্রেফতার করে সোমবার জেল হাজতে পাঠায় পুলিশ। এলাকাবাসী ও মামলার এজাহারে জানাগেছে, উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া গ্রামের মোশারফ হোসেনের কন্যা মিতুর সাথে ভৈরব পৌর এলাকার পলতাকান্দা গ্রামের মুমিন সরকারের পুত্র সুমনের পারিবারিকভাবে বিয়ে হয় গত ৪ বছর পূর্বে। পার্শ্ববর্তী বাড়ির ওই গৃহবধুর সাথে রমজানের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরকীয়া প্রেমের সুবাদে গৃহবধুর বসতঘরেই তাকে বিভিন্ন সময় ভোগকরত রমজান। ওই গৃহবধু ৩ মাসের বেশি অন্তসত্তা হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে তড়িঘড়ি করে রমজান আশুগঞ্জে দ্বিতীয় বিয়ে করেন। এর আগে পৌর এলাকার আমলাপাড়া গ্রামে বস্তি স্হাপন করে সে প্রথম বিয়ে করলেও তাদের বিচ্ছেদ হয়ে যায় বলে স্থানীয় একজন জানান ঐ সময়ও এলাকা ছেড়ে পালায়, ঠিক এবার ও এলাকাবাসীর চাপে মুখে শেষ পর্যন্ত রমজান ভৈরব ছেড়ে ঢাকায় আতগোপন করেন। গত ২৩ সেপ্টেম্বর রোববার রাতে গোপনে পলতাকান্দায় আসলে এলাকার লোকজন রমজানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
Related Articles
রওশন এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি মুজিবুল হক চুন্নু
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ -৪ আসনের এমপি বেগম রওশন এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু। ৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রওশন এরশাদকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নেওয়া হয়। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে তাঁর চিকিৎসা হবে। জাতীয় পার্টির (জাপা) […]
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর, হামলা ও লুটপাটের অভিযোগ
মোশারফ হোসেন শ্যামল: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন ভোক্তভোগিলা। এসময় হামলার শিকার হয়েছেন অন্তত ২৫-৩০ কিশোর ও যুবক। গুরুতর আহত অবস্থায় অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে স্বজনরা জানান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভোক্তভোগি […]
নামি শিক্ষকদের ক্লাস টিভিতে আনার ভাবনা শিক্ষামন্ত্রীর
সমাধান ডেক্স ঢাকা, ১৫ জুলাই – নামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রত্যন্ত অঞ্চলের স্কুলে না পাঠিয়ে ওই সব প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাস টেলিভিশনে প্রচার করতে একটি টেলিভিশন চ্যানেল খুলে তাদের ক্লাস সম্প্রচারে সরকারের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশনে […]