মো:আশরাফ আলী বাবু, চীফ রিপোর্টার: এক গৃহবধূ ধর্ষণের মামলায় অভিযুক্ত কারাডি প্রশিক্ষককে আটক করে ভৈরব থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত প্রশিক্ষকের নাম রমজান (২৯)। সে বাংলাদেশী বংশদ্ভোত হলেও তার জন্ম হয় পাকিস্তানে। আনুমানিক ৩২বছর পূর্বে রমজানের মা-বাবা বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে বসবাস শুরু করেন। রমজানের বাবা হাজী আবুল কাসেম মারা যাওয়ার পর গত এক বছর আগে মা জোসনা বেগম রমজান ও তার ভাইকে নিয়ে নানার বাড়ি ভৈরবের পুলতাকান্দায় এসে বসবাস করছে বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্ত রমজান নিজেকে বাংলাদেশী নাগরিক হিসেবে দাবি করেন। পাকিস্তান সরকারের অনুমতি নিয়ে সে বাংলাদেশে আসেন এবং ঢাকায় একটি ক্লাবে জুডো কারাডি প্রশিক্ষণ কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান। ওই অভিযুক্ত রমজান ২টি বিয়ের কথা স্বীকার করলেও ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে ওই গৃহবধূর সাথে সম্পর্ক ছিল বলে স্বীকার করেন। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে ওই গৃহবধু বাদী হয়ে রমজানকে অভিযুক্ত করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত রমজানকে গ্রেফতার করে সোমবার জেল হাজতে পাঠায় পুলিশ। এলাকাবাসী ও মামলার এজাহারে জানাগেছে, উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া গ্রামের মোশারফ হোসেনের কন্যা মিতুর সাথে ভৈরব পৌর এলাকার পলতাকান্দা গ্রামের মুমিন সরকারের পুত্র সুমনের পারিবারিকভাবে বিয়ে হয় গত ৪ বছর পূর্বে। পার্শ্ববর্তী বাড়ির ওই গৃহবধুর সাথে রমজানের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরকীয়া প্রেমের সুবাদে গৃহবধুর বসতঘরেই তাকে বিভিন্ন সময় ভোগকরত রমজান। ওই গৃহবধু ৩ মাসের বেশি অন্তসত্তা হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে তড়িঘড়ি করে রমজান আশুগঞ্জে দ্বিতীয় বিয়ে করেন। এর আগে পৌর এলাকার আমলাপাড়া গ্রামে বস্তি স্হাপন করে সে প্রথম বিয়ে করলেও তাদের বিচ্ছেদ হয়ে যায় বলে স্থানীয় একজন জানান ঐ সময়ও এলাকা ছেড়ে পালায়, ঠিক এবার ও এলাকাবাসীর চাপে মুখে শেষ পর্যন্ত রমজান ভৈরব ছেড়ে ঢাকায় আতগোপন করেন। গত ২৩ সেপ্টেম্বর রোববার রাতে গোপনে পলতাকান্দায় আসলে এলাকার লোকজন রমজানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
Related Articles
ভৈরবে অবৈধ দখলদারিত্বের অবসান হল
ভৈবর স্টেডিয়ামের জমিতে দীর্ঘকাল যাবত ভবন নির্মাণ করে অবৈধ দখলদার হয়ে বাংলাদেশ অানসার-বিডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে অাসছিল। স্টেডিয়ামের জায়গা খালী করে বাংলাদেশ অানসার- বিডিপি, উপজেলা শাখা অফিসকে অন্যত্র সরে যাওয়ার জন্য ভৈরব পৌরসভার পক্ষ থেকে কয়েক দফা নোটিশ প্রদান করা হলেও সরকারি এই প্রতিষ্ঠানটি এতে কোনরুপ কর্ণপাত করেনি! যার ফলস্রুতিতে অাজ সকালে ভৈরব পৌরসভার […]
রেলওয়ে কর্মীদের কোয়ার্টার নিয়ে চট্টগ্রামে চলছে নজিরবিহীন অবৈধ বাণিজ্য।
মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: রেলওয়ে কর্মীদের কোয়ার্টার নিয়ে চট্টগ্রামে চলছে নজিরবিহীন অবৈধ বাণিজ্য। কাগজে কলমে খালি, অথচ বাসায় দিব্বি থাকছে মানুষ। বরাদ্দ না থাকা এমন অন্তত আটশো বাসা ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু চক্র। অথচ বিদ্যুৎ, গ্যাস, পানিসহ এসব বাসার রক্ষনাবেক্ষণে বছরে প্রায় কোটি টাকা খরচ হচ্ছে। তারপরও কোন ব্যবস্থা নিচ্ছেনা […]
ভৈরবে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা।
সোহেলুর রহমান: “ নিজ আঙ্নিা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও সচেতনতা মূলক সভা অনুষ্টিত হয়। ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দেশ ব্যাপী মশক নিধন সপ্তাহ উপলক্ষে ২৫ থেকে […]