দেশজুড়ে

ভাংচুর করে বাড়ির ভিতর অবৈধ রাস্থা

মোঃ নূরুন্নবী ভূইয়া, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর গ্রামে নীরিহ এক ব্যাক্তির বাড়ির বেড়া ও গাছ পালা ভাংচূড় করে জোর পূর্বক রাস্থা আদায় করে নিয়েছে প্রতিপক্ষ। বাঁধা দিতে গিয়ে এক নারী আহত হয়।
জানা যায়, নূর ইসলামের বাড়িতে তমিজ উদ্দিন ও তার ছেলে জাকির অবৈধ ভাবে প্রবেশ করে বাড়ির বেড়া ও গাছপালা ভাংচূড় করে তাদের চলাচলের রাস্তা তৈরি করে নেয়। সে সময় নূর ইসলামের মেয়ে রুনা আক্তার বাঁধা দিতে গিয়ে আহত হয়।
নূর ইসলামের পরিবার বলছেন, তমিজ উদ্দিন তার সুবিধার জন্য প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে তাদের বাড়ির উপর দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছে।
এ ব্যাপারে তমিজ উদ্দিন বলেন, আমাদের চলা চলের রাস্তা দেওয়ার কথা ছিলো নূর ইসলামের। আমাদের রাস্তা দেয়না, তাই আমরা এখন খুলে আসছি।
স্থানীয় ইউপি সদস্য কালা চাঁন বলেন, মোঃ নূর মিয়া যদি তমিজ উদ্দিনকে রাস্তার জায়গা দেয় আমরা দশজনে আটকাইয়া রাখতে পারুম না। আর যদি না দেয়, তা হলে আমাদের করার কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *