মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি:
আজ ২২ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন থেকে ৫০০ বোতল ফেন্সিডিল‘সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । ২২ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সকাল আনুমানিক ০৬.১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দুলাল (৫২) পিতা-মৃত বাবুল মিয়া,ও জব্দকৃত আলামত ৫০০ (পাঁচশত) বোতল ফেন্সিডিল, ০১টি জিপ গাড়ী’সহ উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদিন।