রেজাউল আলম বিপ্লব , বেলাব প্রতিনিধি: পল্লি বিদ্যুৎ (২) মরজাল জোনাল অফিস থেকে মাইকিং করে বলা হয়েছিলো রমজান মাসে অন্য সময়ের চেয়ে বিদ্যুৎ সার্ভিস ভালো থাকবে, কিক্তু ভোগান্তি বেড়ে চরম পর্যায়ে। সারা দিনে ৭-৮ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে জানান গ্রাহকগন। গতকাল রাত ২০ শে এপ্রিল রাত ৯ ঘটিকায় থেকে লোডশেডিং গিয়ে রাত ৩টার সময় আসে, সকাল থেকে বারবার বিদ্যুৎ আসা যাওয়ায় এলাকার জনগন ও ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কড়া সমচালা চলছে ,জাহাঙ্গীর স্বপন নামের এক ব্যাক্তি স্ট্যাটাস ছিলো জনাব ডি. জি.এম আপনারা বোধ হয় শেখ হাসিনাকে বিদায় না দিয়ে বিদ্যুৎ রেগুলার করবেন না, গতরাতে কোথায় টর্নেডো হয়েছিলে যে সারারাত বিদ্যুৎ বন্ধ রাখলেন বিদ্যুৎ সরবাহ যদি স্বাভাবিক রাখতে না পারেন দয়া করে বিদায় হন, ভালো থাকবেন ভালো রাখবেন আশা করি। ইব্রাহিমপুর গ্রামের রাফি আহম্মেদ রতন মিয়া নামের এক আইডিতে লেখা পাওয়া যায় ,পল্লি বিদ্যুৎতের লোক আপনি কি মানুষ? সেহেরী খাওয়ার সময় ও বিদ্যুৎ থাকেনা ইফতারের সময় ও না ,আপনি মনে হয় মুসলমান না।বেলাব মাটিয়াল পাড়ার শাফি আহম্মেদ বলেন বিদ্যুৎ যায় না আসে! সারা দিনে কয়েকবার বিদ্যুৎ দেখি এই যায় এই আসে।এ দিকে বিদ্যুৎয়ের ঘনঘন লোডশেডিংয়ের কারনে ব্যাবসায়ীরা দোকান খুলে বসতে পারছেনা সরজমিনে গিয়ে দেখা যায় রোজার মাসে রোজা রেখে তীব্র গরমের মধ্যে যে সিলিং ফ্যান ছেড়ে একটু হাফ ছাড়বে সেটাও বন্ধ, ঘন্টায় অন্তত ১০ বার লোডশেডিং হয়। মুসুলিরা জানিয়েছেন তীব্র নিন্দা তারাবীর নামাযের সময় ও লোডশেডিং ,কবে মুক্তি পাবে সাধারন মানুষ, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি কামনা করে গ্রাহকগন।
Related Articles
ক্রসফায়ার ও মৃত্যুর মহড়ার মধ্যে ভোট সাজাচ্ছে সরকার
এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে : আলোচনায় বক্তারা সমাধান প্রতিবেদন : দেশে এখন একটা নির্মমতার চাষ হচ্ছে, ভয়ের সংস্কৃতি চালু করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলেছেন, এখন মাদক নিয়ে অভিযান হচ্ছে, এর পর অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটবে। আরো কিছু ঘটনা চলতেই থাকবে। এ রকম অভিযান ও ক্রসফায়ার-মৃত্যুর মহড়া চলবে। এর মধ্যে নাকি ভোট […]
মুরাদনগরে ৫হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ
মো:নজরুল ইসলাম,মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুমিল্লার মুরাদনগরে ৫ হাজার নারী-পুরুষের মাঝে নতুন লুঙ্গী ও শারী বিতরণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন খোকন। শুক্রবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকরি তার নিজ বাড়িতে অত্র এলাকার দুঃস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। নতুন জামা পেয়ে […]
ভৈরবে পাদুকা শ্রমিক ইউনিয়নের পৌর কমিটির নেতাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত
সমাধান ডেস্ক: গতকাল শুক্রবার ১১ মার্চ বাদ মাগরিব ভৈরব গোধূলী সিটি র পাদুকা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলার সভাপতি মোঃ ফয়জুল কবির এর সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের পৌর কমিটির নেতাদের সংবর্ধনা ও পাদুকা শ্রমিক নেতাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভৈরবের সুনামধন্য প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলা পাদুকা […]