“মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)” ডি.এম.পি. বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বি.পি.এম. এর নেতৃত্বে থানাধীন নবাবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ তন্ময় সাহা সঙ্গীয় এ. এস. আই. কামরুল হাসান ও এ. এস. আই. লক্ষী কান্ত রায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে থানাধীন ২৮২ নং নবাবপুর রোডস্থ সুলতান হার্ডওয়্যার দোকানের সামনে থেকে ২’শ ১ পুড়িয়া হেরোইন সহ মোঃ ফারুক (৪৫) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা নং- ৫৯ তারিখ- ৩০/১২/২০ইং দায়ের করা হয়েছে। থানার এস. আই. মোঃ রিয়াদ উদ্দিন মামলাটির তদন্ত করছেন। এছাড়া অপর এক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে থানার এস. আই. মোঃ দুলাল আহাম্মেদ গত ২৪/১২/২০ ইং রাত ২২টায় থানাধীন নর্থ সাউথ রোড এলাকায় এক ব্যক্তিকে সন্দেহ বশতঃ ডাকলে উক্ত ব্যক্তি দৌড়ে পালাবার সময় সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় খায়রুল ইসলাম (৪৮)কে আটক করে তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৩১ বোতল ফ্যানসিডিল উদ্ধার করা হয়। অতঃপর গ্রেফতারকৃত আসামী খায়রুল ইসলাম (৪৮) এর বিরুদ্ধে থানায় মামলা নং-৫১ তারিখ- ২৫/১২/২০ইং দায়ের করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি টুয়েন্টি ফোর ডট কম এর সিনিয়র পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত লেখক, কলামিষ্ট ও সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদককারবারি নিহত
জেলা প্রতনিধি : কুমিল্লার কাপ্তানবাজার গোমতী বেরিবাঁধ এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সহিদুল ইসলাম সবু নামের এক মাদককারবারি নিহত হয়েছে। শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে জেলার সদর উপজেলার কাপ্তানবাজার গোমতী বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে অংশ নেওয়া র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, কুমিল্লার মাদককারবারিদের তালিকায় ২৭ নম্বরে […]
ভৈরবে পাদুকা জাতীয় শিল্প ঘোষণার দাবি ও মার্কেট কমিটি গঠনের কাগজ পত্র হস্তান্তর
মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ বিদেশি জুতা আমদানি বন্ধ ও পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের নেতারা। গত ১১ (শুক্রবার) বাদ আসর ভৈরব উপজেলা ও পৌর কার্যালয়ে একসাংগঠনিক আলোচনা সভায় পাদুকা শিল্পের নেতারা এ দাবি জানান। সভায় বক্তারা বলেন, দেশে আজ বিদেশি জুতার রাজত্ব চলছে। এতে দেশের […]
মতিঝিলে ১০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ঃ ডি.এম.পি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এস.আই সফিকুল ইসলাম আকন্দ, এস.আই মুরাদ হোসাইন ও এ.এস.আই সোহেল আহমেদ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে থানাধীন পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের বিপরীত পার্শে^র এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ মোঃ রিপন (৩১), আব্দুর রউফ (২১) ও মোঃ কামরুজ্জামান (৩৪) গ্রেফতার করেছে। […]