মোঃ শাহনূর, ভৈরব প্রতিনিধি :
ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক রুহুল আমিন রাকু নামে এক যুবককে আটক করেছে র্যাব। গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রাম থেকে ওই প্রতারককে আটক করা হয়। ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ ওই অভিযানের নেতৃত্বে দেন।
এসময় বিভিন্ন ফেইক আইডির গোপন পাসওয়ার্ড লিপিবন্ধ করা একটি ডায়েরিসহ ফেসবুক ব্যবহার করা একটি মোবাইল উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত মোবাইলটিতে ওই ফেইক আইডিতে ঢুকে পিএসসি, জিএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পোষ্টসহ ম্যাসেঞ্জারে বিভিন্ন আইডিতে ভুয়া প্রশ্নপত্র প্রেরণ করে প্রলোভনের সত্যতা খুঁজে পায় র্যাব সদস্যরা।
র্যাব জানান, দীর্ঘদিন ধরে আটকৃকত রুহুল আমিন রাকু ফেসবুকের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।