আন্তর্জাতিক

ফিলিস্তিনে বড় হামলা ইসরায়েলের, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ সালের যুদ্ধের পর ফিলিস্তিনে শনিবার সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনিদের দাবি, তাদের সাধারণ জনগণকে লক্ষ্য করে এ হামলা যাচ্ছে, যাতে দুইজন কিশোর নিহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে দেশটিতে রকেট হামলার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। প্রয়োজন পড়লে এ হামলা আরো জোরদার করা হবে।

ইসরায়েলের ভাষ্য, দেশটিতে ৯০টির বেশি রকেট হামলা চালানো হয়েছে। এতে তিন ইসরায়েলি আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারাত জানিয়েছেন, গাজা শহরে শনিবারের হামলায় আমির আল নিমরি (১৫) ও লুয়াই কাহিল (১৬) নামের দুই কিশোর নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজা, বেইত লাহিয়াসহ হামাসের বিভিন্ন অস্ত্র সরঞ্জাম মজুদের স্থান, রকেট হামলার সম্ভাব্য স্থানে হামলা চালিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব আর্মি স্টাফ ও ইসরায়েলের প্রধান নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘২০১৪ সালের অপারেশন প্রটেকটিভ এজ এর পর এবার হামাসের বিরুদ্ধে সবচেয়ে শক্ত হামলা চালানো হয়েছে এবং প্রয়োজন পড়লে এটির মাত্রা আরো বাড়ানো হবে।’

তবে ফিলিস্তিনের কর্মকর্তারা মিশর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘অস্ত্রবিরতিতে ঐক্যমত হয়েছে।’

তথ্য : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *