বিশেষ প্রতিবেদন

পোল্ট্রি মুরগীর খাবারের দাম কমানো সহ ৬ দফা দাবি

কাজী ফসাল আহমেদ, সিটি প্রতিবেদক:
পোল্ট্রি মুরগীর খাবারের দাম কমানো এবং খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলো রেডি মুরগি উৎপাদন বন্ধ করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন।
মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই দাবি গুলো করে।
সংগঠনটি থেকে জানানো হয়, এদেশে প্রথম পোল্ট্রি  খামার চালু করে প্রান্তিক পর্যায়ের লোকেরা। কেউ নিজের জমি বিক্রি করে, কেউ বিদেশ থেকে ফিরে এসে এই পোল্ট্রি খামার শুরু করে এবং ধীরে ধীরে এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন ব্যবসায়ীমহল এই শিল্পে আগ্রহী হয়।
তারা আরো জানান, শুরুতে ফিড মালিকরা শুধু পোল্ট্রি খাবার তৈরি করলেও বর্তমানে তারা নিজেরা খাদ্য, বাচ্চা এবং ব্রয়লার ও লেয়ার সহ সকল প্রকার রেডি মুরগি উৎপাদন করে বাজার নিয়ন্ত্রণ করছে। তাই খামারিরা এখন ধ্বংসের পথে।
তাদের দাবি গুলো মধ্যে আরো রয়েছে – প্রোল্ট্রি মুরগির খাদ্যের দাম কমাতে হবে এবং খাদ্যের মান বৃদ্ধি করতে হবে। ব্রয়লার ও লেয়ার সকল প্রকার মুরগির বাচ্চার দাম বাৎসরিক ভাবে ২০ থেকে ২৫ টাকার মধ্যে আনতে হবে এবং বাচ্চার মান বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় নিবন্ধিত খামারীকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দিতে হবে। একজন খামারি দশ হাজার মুরগির উপরে কোন প্রকার রেডি মুরগি উৎপাদন করতে পারবে না। প্রান্তিক খামারিদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠনের মহাসচিব মোঃ মামুনুর রহমান, চেয়ারম্যান মোঃ মফিজুল রহমানসহ সারাদেশ থেকে আগতো পোল্ট্রি খামারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *