আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় বোমা হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে নির্বাচনী প্রচারণায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় জনপ্রিয় প্রার্থী হারুন বিলোয়ার আছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান জানান, মঙ্গলবার বিকেলে আওয়ামী ন্যাশনাল পার্টির ওই নির্বাচনী ক্যাম্পেইনে ওই হামলায় কমপক্ষে ৬৫ জন আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানে আগামী ২৫ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে প্রাদেশিক সংসদের প্রার্থী ছিলেন বিলোয়ার।

এর আগে হারুনের বাবা বশির বিলোয়ার ২০১২ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন। বশিরও আওয়ামী ন্যাশনাল পার্টির জনপ্রিয় নেতা ছিলেন।

পুলিশ জানায়, হারুন তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে যাবেন, এমন সময় বোমা হামলাটি হয়।

পুলিশ কর্মকর্তা শাফকাত মালিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্ত অনুসারে এটি আত্মঘাতী হামলা ছিল। হামলায় হারুন বিলোয়ারকে লক্ষ্যে পরিণত করা হয়।’

তথ্য : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *