অপরাধ

নরসিংদী জেলার শিবপুরের প্রাইমারী স্কুলের পানির ট্যাংকিতে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা, অল্পের জন্য বেঁচে গেলো কোমলমতি শিক্ষার্থীরা।

রেজাউল আলম বিপ্লব, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার শিবপুর উপজেলার প্রাইমারী স্কুলের ট্যাংকির তালা কেটে পানিতে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন আজকিতলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আবুল বাছেদ। তিনি বলেন কে বা কাহারা আমার স্কুলের ট্যাংকিতে গত দুই তারিখ দিবাগত রাতে অনুমানিক আড়াইটা দিকে বিষ প্রয়োগ করেছে বলে নাইট র্গাড আমাকে মোবাইল ফোনে অবগত করেন। পরে ঘটনা স্থলে এসে ব্যবহারকৃত ওয়াস রুম তালাবদ্ধ করে দেই ।
অত্র স্কুলের নাইটগার্ড স্বাধীন মিয়া জানায়, আমি ঘটনা টের পেলে সবাইকে মোবাইল ফোনে জানিয়ে দেই, কে এমন জঘন্য কাজ করেছে আমি দেখতে পাইনি।
স্কুলের সভাপতি দেলোয়ার হোসেন ও জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিম সরকার এমন নেক্কার জনক ঘটনার তীব্রনিন্দা এবং দ্রুত দোসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানায়।
এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল বাছেদ শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে ঘটনাস্থলে পুলিশ এসে সত্যতা খুঁেজ পায় বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, তিনি বলেন পানিতে কিটনাশকের আলামত পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *