রাজু মিয়া, নরসিংদী প্রতিনিধি: ৬/২/১৯ তারিখে নরসিংদীর বেলাব উপজেলার হিসাব রক্ষক এর কার্যালয়ে ঘটে এই ঘটনা। মোছাঃ হাজনারা বেগম নামে এক মহিলা ঘটনার দিন সকাল ১০ ঘটিকার সময় উপজেলা হিসাব রক্ষক অফিসে পেনসনের বই সই করাতে গেলে হিসাব রক্ষক কর্মকর্তা স্যার অফিসে নেই বলে, অফিসের পিয়ন রুহুল আমিন তার কাছ থেকে পেনসনের বই রেখে দেয় এবং বলে আপনার টাকা আমি তোলে রাখবো। পরদিন হাছনারা বেগম বই এবং টাকা চায়লে, রুহুল আমিন তাকে নানান অজুহাতে দিতে থাকে। সে বলে বই খুজে পাচ্ছি না। তার পর ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিসাব রক্ষক কর্তকর্তাকে অবগত করে বাড়ি চলে আসে। ভুক্তভোগীর বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায়। উক্ত বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়েছে।