নরসি়ংদীর প্রতিনিধি
নরসিংদীর কাঠালিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরোদ্ধে ভি জি ডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ।
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঠালিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা ও ইউপি সদস্য বীনা আক্তারের বিরোদ্ধে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুলভ মূল্যে ভি জি ডি কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
নরসিংদী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের নামে সুলভ মূল্যে চাউল বিক্রয়ের কার্ডের তালিকা প্রস্তুত, কার্ড ইস্যু, বিতরণে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বিধবাদের নামে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুত, কার্ড ইস্যু, বিতরণে অনিয়ম রয়েছে।
তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বিধবাদের নামে ভিডিজি কার্ডের তালিকা প্রস্তুতে ভূয়া জাতীয় পরিচয়পত্র নাম্বার ব্যবহার করে ভূয়া নামের কার্ড ইস্যু করে কার্ডধারীকে কার্ড না দিয়ে নিজ হাতে রেখে কার্ডের চাউল আত্বসাৎ করে।্য
একই পরিবারে একাধিক ব্যাক্তিদের নামে কার্ড প্রদান করে যার ফলে প্রকৃত উপকারভোগীরা সরকারের উপকার থেকে বঞ্চিত হচ্ছে। স্বচ্ছল ব্যাক্তিদের হত দরিদ্রদের নামে ভিডিজি কার্ডে নাম লিখিয়ে অস্বচ্ছল ব্যাক্তিদের বঞ্চিত করা হচ্ছে। এছাড়াও একই ব্যাক্তির নামে একাধিক কার্ড ইস্যু করে তাদের নামের চাউল আত্নসাৎ করছে। এ মরমে একটিঅভিযোগপাওয়া