আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও উত্তর কোরিয়া নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে। মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াশিংটন পোস্টকে এ কথা বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একাধিক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গোয়েন্দা উপগ্রহ উত্তর কোরিয়ায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করে এমন একটি কেন্দ্রে কার্যবিধি চিহ্নিত করেছে।
সংবাদ সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র কেন্দ্রে কাজ কত দূর এগিয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
গত জুনে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে কিম ট্রাম্পকে প্রতিশ্রুতি দেন যে, উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে।
এর পর ট্রাম্প বলেছিলেন, ‘উত্তর কোরিয়া আর কোনো পারমাণাবিক অস্ত্রধারী হুমকি নয়।’
তবে কিমের কাছ থেকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ে কোনো দৃঢ় প্রতিশ্রুতি নিশ্চিত না করার জন্য দেশের অভ্যন্তরে সমালোচিত হন ট্রাম্প।
তথ্য : বিবিসি