খেলা

দাবানলে অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে সঙ্কা

ক্রীড়া ডেস্ক: বিশ্বজুড়ে বর্তমানে বহুল আলোচিত বিষয়ের একটি অস্ট্রেলিয়ার দাবানল। কোনো ভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই দাবানল। এতে অস্ট্রেলিয়ার বিশাল বনভূমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্য প্রাণীরাও। তবে বর্তমানে নগর জীবনেও এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় অস্ট্রেলিয়ায় বায় দূষণ হচ্ছে প্রবল ভাবে। যা স্বাস্থ্য ঝুঁকির হুমকিতে ফেলে দিচ্ছে সেখানের মানুষকে। এর ফলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন সময় মতো শুরু হবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আয়োজক কমিটি যথা সময়ে শুরু করতে চাইলেও টেনিস তারকারা এর সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে। গতকাল (সোমবার) দুপুরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বায়ু দূষণের মাত্রা ছিল ভয়াবহ। বিপজ্জনক হয়ে পড়েছিল সাধারণ মানুষের জন্য। এজন্য টেনিস তারকা নোভাক জোকোভিচ উদ্বিগ্ন প্রকাশ করেছেন। সাতবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই সার্বিয়ান তারকা বলেন, ‘খেলোয়াড় ও অফিসিয়ালরা আলোচনা করে টুর্নামেন্ট পেছানো যায় কিনা ভেবে দেখা উচিত।’

তবে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেইগ টিলি বলেন, ‘আমরা খেলোয়াড়দের শারীরিক সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করছি। এজন্য আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে বিচার-বিশ্লেষণ করে দেখছি। তবে আমাদের টুর্নামেন্ট পেছানোর কোনো পরিকল্পনা নেই।’

এদিকে বিশ্বসেরা নারী টেনিস তারকা অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি বলেন, ‘প্রথমত, এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো দাবানল। এটি এত বিপজ্জনক হয়ে উঠেছে যে, বাতাসে ধোঁয়ার পরিমাণ অত্যধিক হারে বেড়ে গেছে। এটা আমাদের জন্য কঠিন সময়। আর টেনিস একটা খেলা মাত্র। যা আমরা খেলে থাকি। কিন্তু বর্তমানে টেনিসের চেয়েও বড় হয়ে উঠেছে দাবানল। আর আমাদের এই বিষয়টি নিয়ে আরো যত্নবান হয়া উচিত।’

২০শে জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা। যা শেষ হবে ২রা ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টের মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ করা হবে। এজন্য ‘এচেস ফর বুশফায়ার রিলিফ’ নামের ত্রাণ সংগ্রহের কার্যক্রম চালু করা হয়েছে। এরফলে কোনো খেলোয়াড় সার্ভের মাধ্যমে পয়েন্ট জিতলে ১০০ অস্ট্রেলিয়ান ডলার করে জমা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *