বিনোদন

‘দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থেকেছি’

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। ১৯৮৮ সালে ‘ছোট বউ’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ১৯৯০ সালে সত্যজিৎ রায় পরিচালিত ‘শাখা প্রশাখা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এই অভিনেতা।

সোহম চক্রবর্তী ১৯৯২ সাল পর্যন্ত শিশুশিল্পী হিসেবেই সিনেমায় অভিনয় করেন। ২০০৭ সালে ‘চাঁদের বাড়ি’ সিনেমায় প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘অমানুষ’, ‘বোঝেনা সে বোঝেনা’-এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন সোহম।

অভিনয়ের পাশাপাশি প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন সোহম। ‘আমার আপনজন’ নামে একটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। তবে মুক্তির পর ব্যবসায়িকভাবে সিনেমাটি ব্যর্থ হয়। আর তখন নাকি বেশ আর্থিক সংকটে পড়েছিলেন এই চিত্রনায়ক।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোহম বলেন, ‘দেখুন, সিনেমার ব্যবসা খানিকটা জুয়ার মতো। সিনেমা চললে ভালো, আর না চললে পুরো টাকাটাই জলে! আপনি যে সময়টার কথা বলছেন, তখন আমার হাতেও সেভাবে সিনেমা ছিল না। তার উপর জমানো টাকা দিয়ে সিনেমা বানিয়েছিলাম। সেটাও যদি না চলে, তাহলে একটু চাপ তো হবেই। কিন্তু সেটাকে ঠিক অর্থ-সংকট বলব না। অর্থ-সংকট কী, সেটা আমি একবারই দেখেছিলাম। সেটা অনেক বছর আগের কথা। তখন হাতে সিনেমা থাকা তো দূরের কথা, সিনেমা পাওয়ার আশার আলোটুকুও দেখতে পেতাম না। সারা রাত ঘুম আসত না। ছটফট করতাম। যাই হোক, সেই সময়টা পেরিয়ে এসেছি!’

সেই দুর্দিন কীভাবে কাটিয়ে উঠলেন এমন প্রশ্নের উত্তরে সোহম বলেন, ‘দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থেকেছি। আগে মনে করতাম, আমার বোধহয় একেবারেই ধৈর্য নেই! পরবর্তীতে বুঝেছিলাম, আমার ধৈর্য অসম্ভব।’

সোহম অভিনীত নতুন সিনেমা ‘পিয়া রে’। এতে মধ্যবিত্ত পরিবারের এক ছেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাবা, মা, বোনকে নিয়ে যার ছোট্ট সংসার। এক সময় এক মেয়ের প্রেমে পড়ে এই ছেলেটি। তারপর কী হয় তাদের জীবনে- তাই নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। অভিমন্যু মুখার্জি পরিচালিত এ সিনেমাটি আগামী শুক্রবার মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *