মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ঃ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি
গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ
আবদুল্লা আল মামুন এর নেতৃত্বে (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ
টিম) এর পুলিশ পরিদর্শক আব্দুল হক, এসআই মোঃ ইসরাইল হোসেন,
এএসআই মোঃ আসরাফুল ইসলাম ও এএসআই মোঃ আতিকুর রহমান সহ
সংগীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে ডিএমপি মতিঝিল
থানাধীন ১১/২, টয়েনবী সার্কুলার রোডস্থ সোনালী ব্যাংক বৈদেশিক
বানিজ্যিক কর্পোরেট শাখার উত্তর পূর্ব কোণ থেকে পুলিশ স্টিকার
লাগানো ১টি নোহা মাইক্রোবাস নং-ঢাকা মেট্রো চ-১৩-৯৯৭৯ গাড়ী
ও ডিবি পুলিশের পোষাক সহ ৬ জন ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার
করেছে। গ্রেফতারকৃতরা হলো আব্দুল খালেকের পূত্র মোঃ ফরিদ উদ্দিন (৫০),
ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সুমন সরকারের পূত্র মোঃ পারভেজ (৩৫),
কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কাজীয়াতল গ্রামের মৃত কফিল
উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৫০), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার
মোঃ সাইফুল ইসলাম নাদিম (৩০), নরসিংদী জেলাধীন মনোহরদী থানার
মৃত মন্টু মিয়ার পুত্র মোঃ জসিম উদ্দিন (৩৪) ও গাজীপুর জেলাধীন টংগী
পূর্ব থানার এরশাদ নগরের মোঃ আসরাফ আলীর পুত্র মোঃ নাসির (৩৮),
গ্রেফতারকৃত উল্লেখিত ভূয়া ডিবিদের কাছ থেকে পিস্তলের কভার,
খেলনার পিস্তল, ডিবি পুলিশের স্টিকার লাগানো জ্যাকেট, পুলিশের হাত
কড়া, স্টেইনলেজ স্টিলের লাঠি এবং ইসলামী ব্যাংকের কয়েকটি চেক বই
উদ্ধার করা হয়েছে। এব্যাপারে মতিঝিল থানায় মামলা নং-১, তারিখ: ০১-৮-
২০২২ইং দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক
সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর
ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক
পুরস্কার প্রাপ্ত লেখক- কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে
এক সাক্ষাতে জানান।